আজকে বিকাল সাড়ে তিনটায় হয়ে গেলো বিএলইউএ এর সাধারণ আড্ডার আসর। আড্ডার আসরে রাসেল ভাই, লেনিন ভাই, ফেরদৌস ভাই, ফয়সাল ভাই, রফিক ভাই, শাবাব ভাই, রঞ্জু ভাই, রাজু ভাই, রিঙ্কু ভাই, সালাহউদ্দীনসহ অনেকেই ছিলেন। সবাই প্রথমে দেখা করলেন টিএসসি-র সামনে স্বোপার্জিত স্বাধীনতা প্রতিকৃতির পাশেই। এরপর সবাই মিলে সোহরাওয়ার্দী ময়দানে গিয়ে বসলাম।
প্রথমে কথা বলা শুরু করেন শাবাব ভাই, তিনি প্রথমে বিএলইউএ সম্পর্কে তার মত প্রকাশ করেন সাথে এটাও উল্লেখ করেন বিএলইউএ বলতে উবুন্টু বাংলাদেশ বুঝানো হয়ে থাকে আমাদের উচিত উবুন্টুর পাশাপাশি অন্যান্য ডিস্ট্রোগুলো নিয়েও কাজ করার।
এরপর রাসেল ভাই ও লেনিন ভাই আলোচনা করেন যে কি কি কাজ করলে লিনাক্স ও ওপেনসোর্সকে এগিয়ে নেয়া যেতে পারে। উল্লেখযোগ্য হলো ফেডোরা ইনফিনিটি ডে যা আগামী ২২শে ডিসেম্বর আইবিআইএএস-এ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শাবাব ভাই এবং রাসেল ভাই বক্তা হিসেবে থাকতে আগ্রহ প্রকাশ করেন।
এছাড়াও বিভিন্ন স্কুল ও ভার্সিটি প্রজেক্ট এবং স্পন্সর প্রজেক্ট সম্পর্কে খুটিনাটি আলোচনা হয়।
এরপরই রফিক ভাই এবং শাবাব ভাই মিটিং-এর হাল ধরলেন এবং দায়িত্ব ভাগ করে দিলেন।
*আজকে যেসকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:*
ক) প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার বিএলইউএ মিটিং অনুষ্ঠিত হবে কার্যক্রম লিপিবদ্ধ করতে এবং সেই সাথে আগামী মাসে কি কি করা হবে তার রোডম্যাপ তৈরি করতে।
খ) প্রয়োজনে সাবটিমগুলো নিজেদের মতো প্রগ্রেস মিটিং ডাকতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে, যেখানে কি কি করা হয়েছে এবং বাকি অংশ করতে আর কি করা লাগবে চিহ্নিত করা হবে, প্রয়োজনে দায়িত্ব পুনর্বন্টন হবে।
*আগামী ১লা **জানুয়ারী**, ২০০৯ তারিখের মধ্যে যেসকল কাজ সম্পন্ন করা হবে:*
১) লিনাক্স ও ওপেনসোর্স ভিত্তিক লিফলেটের খসড়া প্রস্তুত, নির্বাচন ও মুদ্রণ দায়িত্বে: শাবাব ভাই সহযোগীতায়: লেনিন ভাই, তত্বাবধানে: ফয়সাল ভাই
২) (উবুন্টু/ফেডোরা) লিনাক্স টিউটোরিয়ালের খসড়া প্রস্তুত, নির্বাচন ও মুদ্রণ দায়িত্বে: শাবাব ভাই, এঞ্জেল সহযোগীতায়: লেনিন ভাই, শাহরিয়ার তত্বাবধানে: ফয়সাল ভাই
৩) বিএলইউএ প্রোফাইল তৈরি ও মূদ্রণ দায়িত্বে: রাসেল ভাই সহযোগীতায়: শাহরিয়ার তত্বাবধানে: ফয়সাল ভাই
৪) স্বেচ্ছাসেবক দল পুনর্গঠন দায়িত্বে: শাহরিয়ার সহযোগীতায়: শাবাব ভাই, ফয়সাল ভাই
আগামী বিএলইউএ মিটিং অনুষ্ঠিত হবে ৯ই জানুয়ারী, ২০০৯।
১লা জানুয়ারী প্রজেক্টের প্রগ্রেস মিটিং অনুষ্ঠিত হবে আগামী ২৫/২৬/২৭ তারিখে (পরে দিন ও সময় নির্ধারন করা হবে)।
আর কিছু বাদ গেলো কি???
bangladesh-users@lists.fedoraproject.org