অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় লিনাক্স ফোরাম দশহাজার পোস্টের মাইলফলক অতিক্রম করেছে। দশহাজার তম পোস্ট পেরুনোর এই স্মরণীয় মুহুর্তে সবাইকে এক প্যাকেট করে মিষ্টি (কিংবা যাদের ডায়াবেটিক আছে তাদেরকে ঝালমুড়ি) নিজ দায়িত্বে খেয়ে নিতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। কেউ মিস করলে সেজন্য কর্তৃপক্ষ কোনক্রমেই দায়ী থাকবেনা। :)
যারা নিয়মিত বা অনিয়মিতভাবে লিনাক্স ফোরামের সাথে আছেন ও ছিলেন এবং যারা সদস্য না হয়েও মাঝে মাঝেই লিফোকে দেখে গিয়েছেন, সবার জন্য রইল আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।
- লিনাক্স ফোরাম টিম http://forum.linux.org.bd
bangladesh-users@lists.fedoraproject.org