সবাই কেমন আছেন??
আমাদের এই বিএলইউএ গ্রুপ তৈরি হবার পর বেশ কিছুদিন পার হয়ে গেছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা অনেকেই বিএলইউএ গ্রুপের সাথে জড়িত হয়েছি, কখনও সাহায্যপ্রার্থী হিসেবে এসেছি তো কখনও সাহায্যকারী হিসেবে আবির্ভূত হয়েছি, কাজ করেছি স্বেচ্ছাসেবক হিসেবে-সংগঠক হিসেবে, উপস্থিত থেকেছি দর্শক হিসেবে। তাহলে কেনোনা এবার ঈদ উপলক্ষ্যে একটি আড্ডার ব্যবস্থা করা যাক? তেমন কোনকিছুই না কেবল দেখা করা আড্ডা দেয়া, শুধু কিছু সময় অতিবাহিত করা একসাথে, কিছুটা মজা করা, ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু আলোচনা করা। কোন বাধ্যবাধকতা নেই, কোন চিন্তা নেই কি বলেন?
তাহলে আর দেরী কেনো? কবে বসা যায় তা ঠিক করে ফেলেন সেই সাথে নির্ধারণ করুন কি কি বিষয় নিয়ে আলোচনা করা যায়।
উল্লেখ্য সেদিন দেখা করা এবং গল্পগুজব করাই মূখ্য, এরপর নাহয় অন্যান্য বিষয়। নিম্নোক্ত বিষয় নিয়ে কথাই যে বলতে হবে এমন কিছু নয়। ঐদিন বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার আগ্রহ আছে। যেমন:
১) ফেডোরা ইনফিনিটি ডে: এর আয়োজন সম্পন্ন করা, স্বেচ্ছাসেবক, উপস্থাপক, বক্তা সংগ্রহ, পণ্য সামগ্রী সম্পর্কে চিন্তাভাবনা (যদি থাকে)
২) প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অনুষ্ঠানটির ফলোআপ করা, শিক্ষকদের সাথে আলোচনা করা, তাদের একটি ল্যাব ও দুইটি প্রিন্টিং সেন্টার ওপেনসোর্স সফটওয়্যারে রূপান্তরিত করা
৩) বিভিন্ন মানুষকে আমরা ভার্চুয়াল জগতে সাহায্য দিয়ে থাকি। কিন্তু সবার ক্ষেত্রে ভার্চুয়াল সাহায্য যথেষ্ঠ নয়, অনেকেই ব্যক্তিগত সাহায্য চান। তাহলে একটি এলাকাভিত্তিক সক্রিয় স্বেচ্ছাসেবক, সাহায্যকারী দল গঠন করা যেতে পারে যারা বাস্তবে সাহায্য দিবেন (চাইলে পারিশ্রমিকও সংগ্রহ করতে পারেন ব্যক্তিগতভাবে)। আমাদের প্রযুক্তি ফোরাম ইতিমধ্যেই এরকম একটি প্রজেক্ট হাতে নিয়েছে >>> http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=2461
৪) বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লিনাক্স টিউটোরিয়াল/সহায়িকা টিপস্/ট্রিকস্ একটি স্থানে জড়ো করা, সমন্বয় আনা এবং হালনাগাদ রাখা। যেমন তারেক ভাই করেছেন>>>> http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=2242&sid=8776b9...
৫) রয়েল বেঙ্গল লিনাক্স (RBL) নিয়ে প্রাথমিক আলোচনা করা, স্পেসিফিকেশন/ফিচারলিস্ট ঠিক করা।
৬) XFCE এর বাংলা অনুবাদ করার জন্য স্বেচ্ছাসেবক দল গঠন?
৭) মাসভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ।
কি বলেন আপনারা???
( ইন্টারনেটের আড়ালে থাকা পরিচিত নামগুলোর পিছনে কেমন মানুষ আছে সেটা জেনে নেবার এই সুযোগ নষ্ট যেনো না হয়।)
ডিসেম্বরের ১২ তারিখ খুব তাড়াতাড়ি হয়ে যায় ঈদের, অনেকেই আসতে পারবেন না। আবার ডিসেম্বরের ১৯তারিখ কি বেশি দেরী হয়ে যায়??
[লক্ষনীয়: পুরা বিষয়টি ব্যক্তিগত চিন্তাভাবনা, এটার কোন প্রাতিষ্ঠানিক রূপ নেই মানে আর কি কোন হল/রেস্তোরা ভাড়া হবে না, আপ্যায়নের তেমন কিছু নাও থাকতে পারে। হয়তো বা রাস্তার উপর দাড়িয়ে বাদাম চিবাতে চিবাতে কথা বলতে হতে পারে (তখন কিন্তু আমাকে বা বিএলইউএ-র গাল দিবেন না, আমাদের কোন দাতা নেই বা নেই কোন স্পন্সর)]