I am with (4) Support team and (6) Web Development team.



Angel
GPG key: 0xC4639705
Bangladesh Linux Users Alliance
Fedora Ambassador Bangladesh
http://fedoraproject.org/wiki/User:Angel
Fedora -- Freedom² and rapid innovation


2008/12/19 Shahriar Tariq <shahriar@linux.org.bd>
আজকের আড্ডার আসরে বিএলইউএ-র স্বেচ্ছাসেবকদের আরও সংগঠিত করার প্রয়াসে কয়েকটি স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার সিদ্ধান্ত হয়।

দলগুলোর মধ্যে রয়েছে:

১) ডকুমেন্টেশন দল
দায়িত্ব: বিভিন্ন ব্লগ/সাইটে অথবা লিফলেটের জন্য বিভিন্ন লিনাক্স ও ওপেনসোর্স বিষয়ক টিউটোরিয়াল, খবর লেখা

২) অনুবাদক দল
দায়িত্ব: বিভিন্ন খবর বা বিভিন্ন প্রজেক্টের লেখা/টিউটোরিয়াল অথবা কোন সফটওয়্যার বাংলায় রূপান্তর

৩) গ্রাফিক্স দল
দায়িত্ব: বিভিন্ন পোস্টার, লিফলেট, হ্যান্ডআউট, লেখা, প্রস্পেক্টাসের ডিজাইন তৈরি

৪) সাপোর্ট দল
দায়িত্ব: বিভিন্ন ফোরাম, সাইট, মেইলিং লিস্ট, আইআরসিতে সাপোর্ট প্রদান সেই সাথে অফলাইন সাপোর্ট নিশ্চিত করা

৫) মার্কেটিং ও ফিল্ড টিম
দায়িত্ব: বিভিন্ন স্থানকে কয়েকটি বেসে ভাগ করে লিনাক্স/ওপেনসোর্স বিষয়ক মেটারিয়াল (যেমন সিডি/ডিভিডি, লিফলেট, টিউটোরিয়াল, মার্কেন্ডাইজ) বিতরণ, এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা, স্পন্সার সংগ্রহ, পোস্টার/লিফলেট ছাপানো ইত্যাদি দেখবে।

৬) ডেভেলপমেন্ট দল
দায়িত্ব: ওয়েব সাইট ম্যানেজমেন্ট ও rbl প্রজেক্ট দেখবে।


যদি কেউ উল্লেখিত কোন দলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান তাহলে অনুগ্রহপূর্বক জানাবেন এতে স্বেচ্ছাসেবকদের এক স্থানে আনা যাবে এবং কাজে সমন্বয়ের মাধ্যমে গতি আনা সম্ভব হবে

--
Thanking you
Shahriar

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd http://forum.linux.org.bd

Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and মুক্ত.অর্গ http://mukto.org

_______________________________________________
Fedora-bangladesh-list mailing list
Fedora-bangladesh-list@redhat.com
https://www.redhat.com/mailman/listinfo/fedora-bangladesh-list