Dear All, (sorry for cross posting)
It's been almost a year, since I've attended my last Fedora event on 25th
February, 2010. it was Asian University (Dhaka) Fedora 12 Release
party<http://maktrix.wordpress.com/2010/02/28/asian-university-dhaka-fedora-12-re…>.
Couldn't manage to put together my efforts and stream of thoughts to arrange
one – and I was unhappy. But, the "Fedora 14 talk and Media Distribution"
event overwhelmed me with joy. I did literally jump and screamed after the
event. I never thought there will be a Fedora event this big in a short
notice in my neighborhood. Well the scale of being big might differ in EMEA
or NA; but for me in Bangladesh it's huge.
It’s only a part of the crowd. The university authority did not let enter
more 1000 students for safety restriction of the hall. If I knew that the
crowd shall turn out this big, I would have asked them to arrange open air
in their football field.
I was able to produce 1000 Fedora 14 DVD (thanks FAmSCo) and distributed 800
of them in this event. Also give away T-shirts - only 300 of them. I didn’t
distribute them in the event. Volunteer took some and rest was handed over
to the faculty members for later distribution only to avoid seeing unhappy
faces of those who might not get one. They are going to have a pop quiz next
week to select and distribute T-shirts. Pop quiz will be based on my talk
:). Wow - I never even imagined.
The Vice Chancellor of the university was present and inspired the crowd to
use Free and Open source software and praised a lot for their initiative to
use Fedora. He announced they might start migrating to Fedora, once they are
sure with the support is available.
After my talk I started the distribution, by giving a DVD to the Vice
Chancellor; student-volunteer form the university distributed within the
hall and to the students where were waiting outside of the hall for two
hours.
I tried to give away few T-shirts within the QA session, to those who asked
questions. The student volunteer helped me a lot. Without them it wouldn't
have been possible to organize a successful event. Also, my fellow
ambassador Rejaul Islam <http://fedoraproject.org/wiki/User:Rejaul> was
there from morning till dawn with me. I had to drop the idea to treat the
crowd with snacks and drinks; instead few of the volunteers were treated.
Blog post: bit.ly/ieCVAw
More photos: bit.ly/fIv7h8
2010/12/20 Caius 'kaio' Chance <kaio(a)fedoraproject.org>
> Rgds, Caius 'kaio' Chance - http://fedoraproject.org/wiki/user:kaio
>
> On 20/12/2010 4:33 AM, "Riju" <rejaulislam(a)gmail.com> wrote:
> >
> > Dear All,
> >
> > I'm happy to inform that today there will be an ICT Awareness Seminar at
> Jagannath University in Dhaka, Bangladesh.
> >
> > In that Seminar "Fedora Ambassador" Mahay Alam Khan (.fas mak) is going
> to talk on Fedora 14.
> >
> > Fedora 14 DVD will be distributed along with Fedora T-Shirts. This event
> is for university students only.
> >
> > We hope around 500 students will attend the event. Wish us luck.
> >
> > Details:
> > <ref>http://fedoraproject.org/wiki/User:Mak</ref>
> > <ref>
> https://fedoraproject.org/wiki/Fedora_14_talk_and_media_distribution,_Old_D…
> .</ref>
> >
> >
> > Thanks & Regards,
> > Rejaul Islam
> > rejaulislam(a)gmail.com
> > +8801714118394
> > Fedora Ambassador Bangladesh
> > https://fedoraproject.org/wiki/User:Rejaul
> >
> >
> > --
> > ambassadors mailing list
> > ambassadors(a)lists.fedoraproject.org
> > https://admin.fedoraproject.org/mailman/listinfo/ambassadors
>
> Good luck.
>
> Look forward to your report and pics. :)
>
some quick shots from the event http://on.fb.me/fIv7h8
Report is coming shortly :P to tired to write now. will do that tomorrow.
Keys are hurting my fingers.
regards
mak_
Hello,
I'm facing problem with the k42f model asus laptop of mine. It's been
operated by fedora 14 and I can't use the onboard microphone. It also has a
combo jack on both input and output and it produce no result as well.
And in addition, I'd like to know what's the KDE equivalent of "Sound
Recorder" on win7? Tried krecords but it requires kdelibs3. I ain't gonna
install that old app.
Any help would be nice.
I am me, I wanna be me. Like me or not, this is the way I am-
Junayeed Ahnaf Nirjhor
Linux Mint Bangladesh
Facebook- http://www.facebook.com/nirjhor
Twitter - http://www.twitter.com/nirjhor
Myspace- http://www.myspace.com/nirjhor1992
Blog - http://nirjhor.wordpress.com
পার্টি মানে হই-চই, নিয়ম ভেঙে অন্যরকম কিছু করা, ব্যস্ত জীবনের ছকে বাঁধা
কর্মকান্ড থেকে একটু অবসর। সেই রকম কিছু সময় পাওয়ার জন্য ধানমন্ডির রাপা
প্লাজায় HFC তে হাজির হয়েছিল একদল লিনাক্সপ্রেমী। পার্টির নামেও পার্টি পার্টি
ভাব, “বিএলইউএ গ্র্যান্ড রিলিজ পার্টি”। একই সাথে দুটো জনপ্রিয় অপারেটিং
সিস্টেম উবুন্টু ও ফেডোরার নতুন ভার্সন রিলিজ পার্টি। পার্টিটি আয়োজনে ছিল
বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (BLUA)। সাধারণ নিয়মে রিলিজ পার্টিগুলো
গতানুগতিক বক্তৃতা ও প্রেজেনটেশনে কিছুটা ম্রিয়মান হয়। তবে এবারই প্রথম সেই সব
'ম্রিয়মান' ব্যাপার স্যাপার ঝেড়ে ফেলে হৈচৈ করে খাবার দাবারের সাথে রিলিজ
পার্টি করা হয়।
বিএলইউএ'র লিনাক্স ফোরামে (http://forum.linux.org.bd) আগে থেকেই পার্টিতে যোগ
দেবার জন্য রেজিস্ট্রেশন ব্যবস্থা করা ছিল। যোগদানে উৎসাহীরা সেভাবেই পার্টিতে
রেজিস্ট্রেশন করেন। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল তিনটায়। বাঙালী ফাঁকিবাজ হলেও
এখানে তেমনটি হয়নি। শত ব্যস্ততার মাঝেও আধা ঘন্টার মধ্যে প্রায় সকলে হাজির হয়ে
যায় পার্টিতে! সমমনা মানুষ পেলে আড্ডা প্রাণবন্ত হয়, এখানেও তাই হয়েছিল। কেউ
এসেছিলেন উবুন্টু-ফেডোরার আইএসও পেতে, কেউ সিডি, কেউবা এসেছিলেন সমস্যার সমাধান
পেতে। তবে মজার ব্যাপার হল সবার আগ্রহের কেন্দ্রে ছিল বিএলইউএ'র টি-শার্ট! অথচ
সেই টি-শার্টের তখনও দেখা নেই।
পার্টি শুরু হলেও টি-শার্টের অপেক্ষায় সবাই যখন অস্থির তখনই ফ্রাইড চিকেন দিয়ে
আপ্যায়ন করা হয় সকলকে। খাওয়া-দাওয়া চলতে চলতে চলে আসে টি-শার্টও। গুছিয়ে নিতে
কিছু সময় দরকার ছিল, তাই আবারো আড্ডায় ব্যস্ত হয়ে পড়েন লিনাক্সপ্রেমীরা। এক
ফাঁকে চলে আসেন সবার প্রিয়মুখ, বিএলইউএ'র অ্যাডভাইজরি কমিটির সদস্য ডঃ মিয়া
মুহাম্মাদ হুসাইনুজ্জামান, যিনি সবার কাছে শামীম ভাই নামেই পরিচিত। তিনি তাঁর
নতুন কেনা এইচপি নেটবুকের ভালো-মন্দ বর্ণনা করতে লাগলেন আগত অতিথিদের। এরই
মধ্যে টি-শার্টও সংগ্রহের জন্য সাজানো হয়ে যায়।
টি-শার্ট গুলো এ্যামিগোজ ক্লথিং (http://amigosclothing.com) এর সৌজন্যে
স্বল্পমূল্যে বিক্রি করা হয়। সাদা-কালো দুটো রঙের টি-শার্টে ফেডোরা, উবুন্টু ও
বিভিন্ন ডিস্ট্র'র নাম দিয়ে বানানো ডিজাইনগুলো বেশ চমৎকারভাবে মানিয়ে গিয়েছিল।
এদিকে ছবি তোলা তখনও চলছে। পেশাদার ফটোগ্রাফারের মত রাসেল জন তার ডিএসএলআর দিয়ে
পটাপট শুট করছেন, সেই সাথে অতিথিদের মাঝ থেকে কিছু কম্প্যাক্ট ক্যামেরার
ব্যবহারও লক্ষ্য করা যায়। পাশাপাশি চলতে থাকে সিডি-ডিভিডি বিতরণ পর্ব। যাদের
প্রয়োজন ছিল তারা সিডি সংগ্রহ করেন।সিডি/ডিভিডি বিতরণ ও টি-শার্ট সংগ্রহ শেষ
হলে শুরু হয় কেক কাটার পর্ব।এসময় আগত সকলেই পড়ে নেন নতুন বানানো টি-শার্টগুলো।
ফেডোরা বাংলাদেশের পক্ষে আশিকুর রহমান এঞ্জেল আর উবুন্টু বাংলাদেশের পক্ষে
শাহরিয়ার তারিক কেক কাটেন। কেক খাওয়া নিয়েও চলে দুষ্টুমি। উবুন্টু বাংলাদেশের
লিয়াঁজো পার্সন শাবাব মুস্তাফার দাড়ি মুখে কেক মাখানো নিয়ে অনেকে উৎসুক ছিলেন।
তিনিও বিমুখ করেননি, কেকে মাখামাখি করে নেন তার ট্রেডমার্ক দাড়ি!
সবকিছুর শেষ আছে, গ্র্যান্ড রিলিজ পার্টিরও শেষ সময় চলে আসে একসময়। প্রায়
সন্ধ্যা সাতটায় ভাঙে লিনাক্স প্রেমীদের এই মিলনমেলা। তবে পার্টিটি শেষ হয়
হই-হুল্লোড়ের মধ্য দিয়েই। আগতরা একে একে বিদায় নেন। কথা দিয়ে যান সামনের আড্ডায়
দেখা হবে আবার। তবে এবারের এই রিলিজ পার্টিতে প্রচুর নতুন মুখ দেখা যায়।
লিনাক্স যে আস্তে আস্তে সবার হৃদয়ে জায়গা করে নিচ্ছে এটা তার ছোট্ট একটা
নিদর্শন!
চমৎকারভাবে দুটো অপারেটিং সিস্টেমের রিলিজ পার্টি একসাথে আয়োজনের জন্য বাংলাদেশ
লিনাক্স ইউজার্স এলায়েন্স (BLUA) অবশ্যই ধন্যবাদের দাবীদার। আজকের এ সাফল্য
ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান করার প্রেরণা হিসেবে কাজ করবে - এ কথা বলা যায়
নির্দ্বিধায়। এরকম আয়োজন নিয়মিত করা হলে বাংলাদেশেও গড়ে উঠবে লিনাক্সের মজবুত
কমিউনিটি। অনুষ্ঠানে যারা এসেছিলেন তাদেরকে ধন্যবাদ আয়োজনটিকে মুখরিত করে তোলার
জন্য, আর যারা আসতে পারেননি তাদের জন্য পরবর্তী অনুষ্ঠানের আগাম দাওয়াত রইল,
আশা করি পরেরবার অবশ্যই দেখা হবে!
ছবি – http://gallery.linux.org.bd/thumbnails.php?album=45
লিখেছেন – প্রখর রুদ্র (http://tinyurl.com/2cln3pt)