বন্ধুগণ শুভ সকাল,
ভাল আছেন নিশ্চয়। আমি বাংলার প্রভাষক। লিনাক্স ব্যবহার করতে উৎসাহী। কিন্তু
লিনাক্সে বাংলা লিখতে পারছি না। আমি একজন প্রবীণ মানুষ। বয়স ৩৬। বুঝতেই পারছেন।
নতুন কিবোর্ড শেখা আমার দ্বারা সম্ভব নয়। তাই ইউনিজয় এর সুবিধা ফেডোরাতে আছে কি
না তা জানালে আনন্দিত হব। এছাড়া আমার এজ মডেমটাও আমি লিনাক্সে ব্যবহার করতে
চাই। আমারটার নাম World in the hand, নীল রঙের কভার। কোন মডেল নাম্বার নেই।
বাজারে বোধহয় এটা সবচাইতে বেশি পাওয়া যায়। আমি লিনাক্সের বিভিন্ন ডিসট্রোতে
ট্রাই করেছি, কিন্তু এই মডেম কোনটাতেই ডিটেক্স করেনি।
সমস্যাগুলির সমাধান জানালে আনন্দিত হব।
ভাল থাকবেন
--
_______
Susanta Barman.