Hello all
our current BLUA slogan is
"Dedicated in promoting Linux, open source, and open source standards
throughout Bangladesh."
which I think is too long not strong and definitely not catchy....
so guessing if we can have new Moto for BLUA group?? while on the moto.. for
some months we were also considering to change our BLUA logo...
Therefore why not have a competition for BLUA LOGO & MOTO?
*Competition Title:*
Search For BLUA LOGO & MOTO
*Medium:*
Open (open source preferred)
*Submission Date:*
Dec 26th (might change)
*Winner Declare Date:*
Dec 27th (one day after the close of submission date)
*Prizes (for LOGO Only):*
* 1st Prize:*
a) Ubuntu 8.10 (Intrepid Ibex) Repository
(or)
b) Prize money of 500Tk (sorry don't have any sponsor... any donation for
this purpose??)
(or)
c) Ubuntu/Kubuntu 9.04 (Jaunty Jackalope) DvD (when released in April'09)
* 2nd Prize:*
a) Ubuntu/Kubuntu 8.10 (intrepid Ibex) DvD
(or)
b) Prize money of 200Tk (any donation again?)
(or)
c) Ubuntu/Kubuntu 9.04 (Jaunty Jackalope) DVD (when released in April'09)
From 3rd to 5th position (if *submission number>10*) will get Ubuntu/Kubuntu
9.04 (Jaunty Jackalope) CD supplied to them free of cost once released.
*Moto Requirements:*
a) should not be more than 5 words
b) needs to be catchy
c) can not be offensive
d) should represent our purpose (even if ambiguously)
e) needs to be original
f) can be funny but not necessarily needed
g) licensing issues (any need to explain?)
h) Language: One English Moto & one Bengali Moto
*Logo Requirements:*
a) should represent tux (Linux), open source logo
b) should use open font
c) if possible should represent Bangladesh (at least green & red color)
d) again original idea
e) licensing issues
f) must submit the source file of the logo
g) logo could be animated one (for use on the forum/sites), but not
necessarily
h) must Include BLUA (even if in small font)
i) Language: English Logo (could be in Bengali too)
Standard Notifications:
- Winners will be declared based on creativity by the admin panel of BLUA
- All submission must be provided without any restrictions
(licensing/modification what so-ever)
- Once submitted License of the submitted material will be CC: by-nc-nd
(in other words: submission might become property of BLUA which might not be
available for tha usage of any other group beside BLUA)
- BLUA Admin Panel holds the right to reject any submission without prior
notice, also to Cancel the program without prior notice (in the case of
cancellation (which is unlikely) of the competition all submitted materials
will be returned.)
- Name of the winners will be featured on the BLUA site & Forum
--
Thanking you
Shahriar
Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bdhttp://forum.linux.org.bd
Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
আজকের আড্ডার আসরে বিএলইউএ-র স্বেচ্ছাসেবকদের আরও সংগঠিত করার প্রয়াসে কয়েকটি
স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার সিদ্ধান্ত হয়।
দলগুলোর মধ্যে রয়েছে:
১) ডকুমেন্টেশন দল
দায়িত্ব: বিভিন্ন ব্লগ/সাইটে অথবা লিফলেটের জন্য বিভিন্ন লিনাক্স ও ওপেনসোর্স
বিষয়ক টিউটোরিয়াল, খবর লেখা
২) অনুবাদক দল
দায়িত্ব: বিভিন্ন খবর বা বিভিন্ন প্রজেক্টের লেখা/টিউটোরিয়াল অথবা কোন
সফটওয়্যার বাংলায় রূপান্তর
৩) গ্রাফিক্স দল
দায়িত্ব: বিভিন্ন পোস্টার, লিফলেট, হ্যান্ডআউট, লেখা, প্রস্পেক্টাসের ডিজাইন
তৈরি
৪) সাপোর্ট দল
দায়িত্ব: বিভিন্ন ফোরাম, সাইট, মেইলিং লিস্ট, আইআরসিতে সাপোর্ট প্রদান সেই সাথে
অফলাইন সাপোর্ট নিশ্চিত করা
৫) মার্কেটিং ও ফিল্ড টিম
দায়িত্ব: বিভিন্ন স্থানকে কয়েকটি বেসে ভাগ করে লিনাক্স/ওপেনসোর্স বিষয়ক
মেটারিয়াল (যেমন সিডি/ডিভিডি, লিফলেট, টিউটোরিয়াল, মার্কেন্ডাইজ) বিতরণ, এছাড়াও
বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা, স্পন্সার সংগ্রহ, পোস্টার/লিফলেট
ছাপানো ইত্যাদি দেখবে।
৬) ডেভেলপমেন্ট দল
দায়িত্ব: ওয়েব সাইট ম্যানেজমেন্ট ও rbl প্রজেক্ট দেখবে।
যদি কেউ উল্লেখিত কোন দলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান তাহলে
অনুগ্রহপূর্বক জানাবেন এতে স্বেচ্ছাসেবকদের এক স্থানে আনা যাবে এবং কাজে
সমন্বয়ের মাধ্যমে গতি আনা সম্ভব হবে
--
Thanking you
Shahriar
Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bdhttp://forum.linux.org.bd
Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
আজকে বিকাল সাড়ে তিনটায় হয়ে গেলো বিএলইউএ এর সাধারণ আড্ডার আসর। আড্ডার আসরে
রাসেল ভাই, লেনিন ভাই, ফেরদৌস ভাই, ফয়সাল ভাই, রফিক ভাই, শাবাব ভাই, রঞ্জু ভাই,
রাজু ভাই, রিঙ্কু ভাই, সালাহউদ্দীনসহ অনেকেই ছিলেন। সবাই প্রথমে দেখা করলেন
টিএসসি-র সামনে স্বোপার্জিত স্বাধীনতা প্রতিকৃতির পাশেই। এরপর সবাই মিলে
সোহরাওয়ার্দী ময়দানে গিয়ে বসলাম।
প্রথমে কথা বলা শুরু করেন শাবাব ভাই, তিনি প্রথমে বিএলইউএ সম্পর্কে তার মত
প্রকাশ করেন সাথে এটাও উল্লেখ করেন বিএলইউএ বলতে উবুন্টু বাংলাদেশ বুঝানো হয়ে
থাকে আমাদের উচিত উবুন্টুর পাশাপাশি অন্যান্য ডিস্ট্রোগুলো নিয়েও কাজ করার।
এরপর রাসেল ভাই ও লেনিন ভাই আলোচনা করেন যে কি কি কাজ করলে লিনাক্স ও
ওপেনসোর্সকে এগিয়ে নেয়া যেতে পারে। উল্লেখযোগ্য হলো ফেডোরা ইনফিনিটি ডে যা
আগামী ২২শে ডিসেম্বর আইবিআইএএস-এ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শাবাব ভাই এবং রাসেল
ভাই বক্তা হিসেবে থাকতে আগ্রহ প্রকাশ করেন।
এছাড়াও বিভিন্ন স্কুল ও ভার্সিটি প্রজেক্ট এবং স্পন্সর প্রজেক্ট সম্পর্কে
খুটিনাটি আলোচনা হয়।
এরপরই রফিক ভাই এবং শাবাব ভাই মিটিং-এর হাল ধরলেন এবং দায়িত্ব ভাগ করে দিলেন।
*আজকে যেসকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:*
ক) প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার বিএলইউএ মিটিং অনুষ্ঠিত হবে কার্যক্রম
লিপিবদ্ধ করতে এবং সেই সাথে আগামী মাসে কি কি করা হবে তার রোডম্যাপ তৈরি করতে।
খ) প্রয়োজনে সাবটিমগুলো নিজেদের মতো প্রগ্রেস মিটিং ডাকতে পারবে নির্ধারিত
সময়ের পূর্বে, যেখানে কি কি করা হয়েছে এবং বাকি অংশ করতে আর কি করা লাগবে
চিহ্নিত করা হবে, প্রয়োজনে দায়িত্ব পুনর্বন্টন হবে।
*আগামী ১লা **জানুয়ারী**, ২০০৯ তারিখের মধ্যে যেসকল কাজ সম্পন্ন করা হবে:*
১) লিনাক্স ও ওপেনসোর্স ভিত্তিক লিফলেটের খসড়া প্রস্তুত, নির্বাচন ও মুদ্রণ
দায়িত্বে: শাবাব ভাই
সহযোগীতায়: লেনিন ভাই,
তত্বাবধানে: ফয়সাল ভাই
২) (উবুন্টু/ফেডোরা) লিনাক্স টিউটোরিয়ালের খসড়া প্রস্তুত, নির্বাচন ও মুদ্রণ
দায়িত্বে: শাবাব ভাই, এঞ্জেল
সহযোগীতায়: লেনিন ভাই, শাহরিয়ার
তত্বাবধানে: ফয়সাল ভাই
৩) বিএলইউএ প্রোফাইল তৈরি ও মূদ্রণ
দায়িত্বে: রাসেল ভাই
সহযোগীতায়: শাহরিয়ার
তত্বাবধানে: ফয়সাল ভাই
৪) স্বেচ্ছাসেবক দল পুনর্গঠন
দায়িত্বে: শাহরিয়ার
সহযোগীতায়: শাবাব ভাই, ফয়সাল ভাই
আগামী বিএলইউএ মিটিং অনুষ্ঠিত হবে ৯ই জানুয়ারী, ২০০৯।
১লা জানুয়ারী প্রজেক্টের প্রগ্রেস মিটিং অনুষ্ঠিত হবে আগামী ২৫/২৬/২৭ তারিখে
(পরে দিন ও সময় নির্ধারন করা হবে)।
আর কিছু বাদ গেলো কি???
--
Thanking you
Shahriar
Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bdhttp://forum.linux.org.bd
Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
ইদানিং প্রায়ই কপিরাইট আইন, পাইরেসী প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা শুনে থাকি।
মাঝে মধ্যে নিজেদের প্রয়োজনে চুরি করে হলেও বিভিন্ন সাইট থেকে
লেখা/ছবি/গান/ইবুক প্রভৃতি নামিয়ে দেখি। তখন চুরি করা হচ্ছে জেনেও আমরা তা
ব্যবহার করি অন্য উপায় নেই এই কথা বলে। আবার অন্য দিকে উক্ত ছবি/গান/ইবুক
প্রস্তুতকারকরাও যেনো খলনায়ক হয়ে অবতীর্ন হন এবং পাইরেসী বিরোধী আন্দোলন শুরু
করে।
তাহলে কি আমাদের ব্যক্তিগত ব্যবহারের কোন উপায় থাকবে না? কপিরাইটের বাধনে আমরা
সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকবো?
এই পরিস্থিতিতে আজ থেকে ছয় বছর পূর্বে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ল' অধ্যাপক
লরেন্স লেসিং কপিরাইট বিষয়টিকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেন। তিনি ক্রিয়েটিভ
কমন্স লাইসেন্সের খসড়া তৈরি করেন যা ব্যবহার করে স্বত্তাধিকারী তাঁর সৃজনশীল
ছবি/লেখা/গান/ইবুক প্রভৃতির ব্যবহার নিয়ন্ত্রন করতে পারবেন সেই সাথে কিছু
বিশেষ ক্ষেত্রে ব্যবহারকারীদের উন্মুক্ত ব্যবহারের অধিকার নিশ্চিত করতে পারবেন।
এই ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি সম্ভাবণাময় দ্বার
খুলে গেলো, পূর্বে কপিরাইট আইনে যেসকল বিষয়ে বাধা ছিলো তার অনেকগুলোই বিশেষ
ক্ষেত্রে সীথিল হয়ে যায় (উদাহরণসরূপ: অনলাইনে বিনামূল্যে বিতরণ)। যেখানে
কপিরাইট আইনে ছিলো "ALL RIGHTS RESERVED." সেখানে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে
হলো "SOME RIGHTS RESERVED."। স্বত্তাধিকারী সহজেই উল্লেখ করতে পারবেন তিনি কি
কি বিষয়ে তার সৃষ্টিকর্মের ব্যবহার উন্মুক্ত করে দিবেন।
এই ছয় বছরে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কপিরাইট আইনের বিকল্প হিসেবে কপিরাইট
আইনের সীমাবদ্ধতাকে দূর করেছে। পৃথিবীর ৫০টিরও বেশি দেশে ক্রিয়েটিভ কমন্স
লাইসেন্সের অধীনে লক্ষাধিক প্রজেক্ট নিবন্ধিত হয়েছে।
আজ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ৬ বছর পূর্তী উপলক্ষে সারা বিশ্বের বিভিন্ন
স্থানে (মোট ১৪টি শহরে) বিভিন্ন সচেতনামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আসুন
আমরাও উদ্যোগ গ্রহণ করি আমাদের দেশের মানুষকে কপিরাইট আইনের প্রতি বিরুপ মনোভাব
সৃষ্টির বদলে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স সম্পর্কে সচেতন করে তুলি যাতে তারা
নিজেরাও তাদের প্রভৃতি সৃজনশীল কর্ম ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে প্রকাশ করেন
এবং ক্ষেত্র বিশেষে যাতে উন্মুক্ত ব্যবহার নিশ্চিত করতে পারেন।
--
Thanking you
Shahriar
Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bdhttp://forum.linux.org.bd
Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
Hello guys
We have a large volunteer base that are energetic and helpful but we still
need few volunteers for the BLUA Forum http://forum.linux.org.bd/
many people are posting there problem but are not getting solution.
people are getting discouraged this way and many are criticizing BD Linux
community for poor support base...
I hope that you guys will be there to help people out
you don't have to visit the forum every now and then you also don't have to
visit the forum everyday... just add this rss feed so you are notified when
there is new posting in the forum and you can judge the feed and respond if
you want to help...
RSS Feed link
http://forum.linux.org.bd/rss.php
Hope to see you guys there...
--
Thanking you
Shahriar
Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bdhttp://forum.linux.org.bd
Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
On Sun, Dec 7, 2008 at 8:59 AM, AHM. Bazlur Rahman <ceo(a)bnnrc.net> wrote:
> *Dear Shahriar Bhai,*
> Thank you very much for your information regarding meeting. তারিখ ১৯শে
> ডিসেম্বর সময়: বিকাল ৩টা We have no problem.
> So that hope to see you at BNNRC secretariat.
>
Thank you Bazlu Bhai for your support. However I think its better to go for
Shahbag, Since we are expecting more than 25 people.
May be next time :)
Have a nice Eid Vacation. and see you on Dec 19 @ Shahbag :D
--
Thanking you
Shahriar
Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bdhttp://forum.linux.org.bd
Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
সবাই কেমন আছেন??
আমাদের এই বিএলইউএ গ্রুপ তৈরি হবার পর বেশ কিছুদিন পার হয়ে গেছে। বিভিন্ন সময়ে
বিভিন্নভাবে আমরা অনেকেই বিএলইউএ গ্রুপের সাথে জড়িত হয়েছি, কখনও
সাহায্যপ্রার্থী হিসেবে এসেছি তো কখনও সাহায্যকারী হিসেবে আবির্ভূত হয়েছি, কাজ
করেছি স্বেচ্ছাসেবক হিসেবে-সংগঠক হিসেবে, উপস্থিত থেকেছি দর্শক হিসেবে।
তাহলে কেনোনা এবার ঈদ উপলক্ষ্যে একটি আড্ডার ব্যবস্থা করা যাক?
তেমন কোনকিছুই না কেবল দেখা করা আড্ডা দেয়া, শুধু কিছু সময় অতিবাহিত করা
একসাথে, কিছুটা মজা করা, ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু আলোচনা করা। কোন
বাধ্যবাধকতা নেই, কোন চিন্তা নেই কি বলেন?
তাহলে আর দেরী কেনো? কবে বসা যায় তা ঠিক করে ফেলেন সেই সাথে নির্ধারণ করুন কি
কি বিষয় নিয়ে আলোচনা করা যায়।
উল্লেখ্য সেদিন দেখা করা এবং গল্পগুজব করাই মূখ্য, এরপর নাহয় অন্যান্য বিষয়।
নিম্নোক্ত বিষয় নিয়ে কথাই যে বলতে হবে এমন কিছু নয়।
ঐদিন বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার আগ্রহ আছে। যেমন:
১) ফেডোরা ইনফিনিটি ডে: এর আয়োজন সম্পন্ন করা, স্বেচ্ছাসেবক, উপস্থাপক, বক্তা
সংগ্রহ, পণ্য সামগ্রী সম্পর্কে চিন্তাভাবনা (যদি থাকে)
২) প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অনুষ্ঠানটির ফলোআপ করা, শিক্ষকদের সাথে আলোচনা
করা, তাদের একটি ল্যাব ও দুইটি প্রিন্টিং সেন্টার ওপেনসোর্স সফটওয়্যারে
রূপান্তরিত করা
৩) বিভিন্ন মানুষকে আমরা ভার্চুয়াল জগতে সাহায্য দিয়ে থাকি। কিন্তু সবার
ক্ষেত্রে ভার্চুয়াল সাহায্য যথেষ্ঠ নয়, অনেকেই ব্যক্তিগত সাহায্য চান। তাহলে
একটি এলাকাভিত্তিক সক্রিয় স্বেচ্ছাসেবক, সাহায্যকারী দল গঠন করা যেতে পারে যারা
বাস্তবে সাহায্য দিবেন (চাইলে পারিশ্রমিকও সংগ্রহ করতে পারেন ব্যক্তিগতভাবে)।
আমাদের প্রযুক্তি ফোরাম ইতিমধ্যেই এরকম একটি প্রজেক্ট হাতে নিয়েছে >>>
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=2461
৪) বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লিনাক্স টিউটোরিয়াল/সহায়িকা টিপস্/ট্রিকস্ একটি
স্থানে জড়ো করা, সমন্বয় আনা এবং হালনাগাদ রাখা। যেমন তারেক ভাই করেছেন>>>>
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=2242&sid=8776b9ea1d500…
৫) রয়েল বেঙ্গল লিনাক্স (RBL) নিয়ে প্রাথমিক আলোচনা করা,
স্পেসিফিকেশন/ফিচারলিস্ট ঠিক করা।
৬) XFCE এর বাংলা অনুবাদ করার জন্য স্বেচ্ছাসেবক দল গঠন?
৭) মাসভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ।
কি বলেন আপনারা???
( ইন্টারনেটের আড়ালে থাকা পরিচিত নামগুলোর পিছনে কেমন মানুষ আছে সেটা জেনে
নেবার এই সুযোগ নষ্ট যেনো না হয়।)
ডিসেম্বরের ১২ তারিখ খুব তাড়াতাড়ি হয়ে যায় ঈদের, অনেকেই আসতে পারবেন না। আবার
ডিসেম্বরের ১৯তারিখ কি বেশি দেরী হয়ে যায়??
[লক্ষনীয়: পুরা বিষয়টি ব্যক্তিগত চিন্তাভাবনা, এটার কোন প্রাতিষ্ঠানিক রূপ নেই
মানে আর কি কোন হল/রেস্তোরা ভাড়া হবে না, আপ্যায়নের তেমন কিছু নাও থাকতে পারে।
হয়তো বা রাস্তার উপর দাড়িয়ে বাদাম চিবাতে চিবাতে কথা বলতে হতে পারে (তখন কিন্তু
আমাকে বা বিএলইউএ-র গাল দিবেন না, আমাদের কোন দাতা নেই বা নেই কোন স্পন্সর)]
--
Thanking you
Shahriar
Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bdhttp://forum.linux.org.bd
Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org